রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় পাহাড় ধসে দেয়াল চাপা পড়ে নিহত ৩ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকালে মৃতদেহগুলো হস্তান্তরের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল সহায়তা দেয়া হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান নিহতের স্বজনদের হতে সহায়তা তুলে দেন। সেসময় তিনি বলেন, যথাযথ নিয়ম না মেনে নির্মাণ কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। শিগগিরই রাঙ্গামাটির অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে তা উচ্ছেদ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।