কোনঠাসা হয়ে পড়ায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্নস্থানে বিক্ষিপ্ত জঙ্গি হামলা
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৩ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে কোনঠাসা হয়ে পড়ায় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই বিভিন্নস্থানে বিক্ষিপ্ত হামলা শুরু করেছে জঙ্গিরা। রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে হামলার পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানের পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলা চালালো এক জঙ্গি।
এর আগে, ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশীর সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে নব্য জেএমবি’র দুই সদস্য।
আর ৬ মার্চ টঙ্গিতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলা চালায় এক জঙ্গি।
ধর্মভিত্তিক জঙ্গিদের এ’সব হামলার তদন্ত নিরবচ্ছিন্ন হওয়া জরুরি বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক।
ধর্মভিত্তিক জঙ্গিরা ইসলামের বিকৃত ব্যাখ্যায় উদ্বুদ্ধ বলেও মনে করেন তিনি।
শীর্ষ জঙ্গিদের পাশাপাশি পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জরুরি বলেও মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।
