ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

নানা আনুষ্ঠানিকতায় বঙ্গবন্ধু ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩১ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার

নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।  বিভিন্ন  প্রতিষ্ঠান ও সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। এ’সব অনুষ্ঠানে দেশের স্বাধীনতার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে বাংলা একাডেমি আয়োজন করে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের জাতির পিতার বর্ণাঢ্য জীবনের ইতিহাস শোনান বিশিষ্টজনেরা। বিখ্যাত ব্যক্তিদের কাছে বঙ্গবন্ধুর এমন আত্মত্যাগ ও বীরত্বের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়ে শিশু-কিশোররাও। নিজেদের মধ্যে এই মহান নেতার আদর্শ ধারণ করার প্রত্যয় জানায় তারা। এদিকে, জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাঙালী সাংস্কৃতিক জোট। অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। দিবসটি উপলক্ষে শিশু সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। জাতির পিতার জন্মদিন উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে স্বেচ্চায় রক্তদান কর্মসূচির। বিনামূল্যে দেয়া হয় চিকিৎসা সেবা।