মুহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছেন বিশ্ব জনমত গড়ার
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ১২:৪২ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন রোহিঙ্গাদের দীর্ঘশ্বাস কাছে থেকে দেখেছেন, উখিয়া কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে শৈশব থেকে বসবাসকারী মুহাম্মদ ইউনুস। রোহিঙ্গাদের তরুণ প্রতিনিধি হয়ে, কাজ করে যাচ্ছেন, বিশ্ব জনমত গড়ার। তবে, শরণার্থী জীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে ফিরে স্বাধীন জীবন যাপন করতে চান ইউনুসসহ সব রোহিঙ্গাই।
সমৃদ্ধ জাতিগত ইতিহাস থাকার পরও, ১৯৮২ সালের ‘সিটিজেনশিপ ল’ নামে কালো আইনে, রোহিঙ্গা জাতি সত্ত্বাকে অস্বীকার করে মিয়ানমারের জান্তা সরকার। তবে তা মেনে নেয়নি রোহিঙ্গারা। নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের মুখে দেশ ছাড়তে হয় অনেককে। সামনে আবারো সোনালী দিন আসবে, এমন প্রত্যাশায়, অন্যদের সাথে নিজ দেশে ফিরে যেতে চান এই রোহিঙ্গা তরুণ।
তার কথায় প্রতিধ্বনিত হয়, রোহিঙ্গা শরণার্থীদের মুক্তির আকাংঙ্খা।
গণহত্যর পরও, আনান কমিশন তা পাশ কাটিয়ে যাওয়া অন্যায় হয়েছে বলে মত তার। আর বিশ্বজুড়ে প্রতিশ্র“তি ও আশ্বাসের পরও সমাধান না হওয়ায় রয়েছে ক্ষোভ।
তবে, মিয়ানমারে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যেগে নেয়ার অনুরোধ তার।
একান্তই, নিজ দেশে ফিরতে না পারলে ভিন্ন কোনো দেশে রি-সেটেলমেন্ট করার বিষয়েও আপত্তি নেই, বলে জানান রোহিঙ্গাদের এই তরুন প্রতিনিধি।