ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

রাজধানীতে র‌্যাবের চেকপোস্টে বোমা হামলা, হামলাকারী নিহত, আহত ২ র‌্যাব সদস্য

প্রকাশিত : ১০:১০ এএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ১০:১০ এএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে বোমা হামলা চালানোর পর, গুলিতে হামলাকারী নিহত হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। জানা গেছে, মোটর সাইকেলে এসে খিলগাঁও চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের ওপর বোমা হামলা চালায় এক যুবক। এ’সময় আহত হন র‌্যাবের দুই সদস্য। র‌্যাব গুলি চালালে ওই হামলাকারী নিহত হয়। হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি জঙ্গিবাদী, না-কি সন্ত্রাসী কর্মকাণ্ড তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই এই ঘটনা ঘটলো।