ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

তোতো হাসান-এর ছড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার | আপডেট: ০৪:৩১ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার

পুকুর পাড়ে

শুনবে নাকি পুকুর পাড়ে,
আজ কি হলো, ঝোপঝাড়ে!
ব্যাঙের ছাতায় তিড়িং বিড়িং 
নাচ্ছিল এক ফোড়িং। 
গাল ফুলিয়ে বলল ব্যাঙ, 
"তুমি ভীষণ বোরিং"!

ব্যাঙের কথায় ভেংচি কেটে, 
ফোড়িং গেল উড়ে। 
তাই না দেখে কোলা ব্যাঙ 
জাম্প যে দিলো জোরে।
  
লজ্জাবতী প্রজাপতি,
ঘুরছিল সে ইতিউতি। 
একটা ভ্রমর, বেঁধে কোমর 
ফুলের মধু খায়। 
কাছে গেলেই ভনভনিয়ে 
বলল, "বাই বাই"।

হঠাৎ করে তুমুল জোরে 
পড়লো এসে রেইন। 
সবাই মিলে উঠলো বলে,
"আহ্ একি পেইন"!

এনএস/