কুষ্টিয়ার বিত্তিপাড়া বধ্যভূমিতে স্মৃতিফলক স্থাপন করা হলেও বর্তমানে তা অবহেলিত
প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৭ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
মুক্তিযুদ্ধের শোকগাঁথার সাক্ষী কুষ্টিয়ার বিত্তিপাড়া বধ্যভূমি। একাত্তরে পাকিস্তানী হানাদাররা এখানে ক্যাম্প বসিয়ে অসংখ্য নিরীহ বাঙালীকে নির্বিচারে হত্যা করে। বধ্যভূমি হিসেবে শনাক্তের পর ২০০৩ সালে জায়গাটিতে স্মৃতিফলক স্থাপন করা হলেও বর্তমানে তা অবহেলিত। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে, আরো বেশি গণমুখী কার্যক্রমের দাবি স্থানীয়দের।
কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে বিত্তিপাড়া বাজার। একাত্তরে তৎকালীন ইউনিয়ন পরিষদ ভবনে পাকিস্তানী হানাদাররা ক্যাম্প বসায়। বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ধরে এনে চালানো হত নির্যাতন। নিরিহ মানুষকে হত্যা করে মাটিচাপা দেয়া হতো ক্যাম্পের পাশেই। একাত্তরের সেই ভয়াল স্মৃতি মনে করে এখনো শিহরিত হন অনেকেই।
স্বাধীনতার ৩২ বছর পর ২০০৩ সালে জায়গাটি বধ্যভূমি হিসেবে চিহ্ণিত করার স্তাপন করা হয় স্মৃতিফলক। তবে তত্ত্ববধানের অভাবে এখনো অবহেলিত এই বধ্যভূমি।
স্মৃতি সংরক্ষণে বধ্যভূমির এলাকায় সীমানা প্রচীর নির্মাণ ও পাশ্ববর্তী জমি বধ্যভূমির আওতায় আনার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
তরুণ প্রজন্ম যাতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য পদক্ষেপ নেয়ারও দাবী স্থানীয়দের।