ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

বাগেরহাটে জমি বিক্রি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেছেন রাজমিস্ত্রি

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ১২:০৬ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার

বাগেরহাটের শরণখোলায় জমি বিক্রি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি করেছেন ছগির হোসেন নামে একজন রাজমিস্ত্রি। স্থানীয়দের মধ্যে সাড়া জাগিয়েছে এই ভাস্কর্য। ভাস্কর্যটি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান তিনি। ছগির হোসেন ... পেশায় রাজমিস্ত্রি। ছোটবেলায় লোকমুখে শুনেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তাঁর প্রতি গভীর ভালবাসা থেকে ধীরে ধীরে তৈরি করতে শুরু করেন ভাস্কর্য। বিয়ের সময় পাওয়া ৫ কাঠা জমির মধ্যে ৩ কাঠা বিক্রি করে ভাস্কর্য তৈরির খরচ যোগাড় করেছেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি তার এই ভালবাসা মুগ্ধ করেছে সবাইকে। ৬ মাসের চেষ্টায় প্রায় সাড়ে ৭ ফুট উঁচু এই ভাস্কর্যটি তৈরি করেছেন ছগির মিস্ত্রি। এখন আশা উপহার হিসেবে এটি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।