ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

গত কয়েকদিনের জঙ্গি কর্মকাণ্ড আগামী নির্বাচনের জন্য অন্তরায়ঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০১:৪০ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার

গত কয়েকদিনের জঙ্গি কর্মকাণ্ড আগামী নির্বাচনের জন্য অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর এলজিইডি ভবনে জাতীয় যক্ষা নিরোধ সমিতির বার্ষিক সম্মেলনে তিনি বলেন, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ দেশের জাতীয় অস্বিত্বের জন্য হুমকি। দল-মত নির্বিশেষে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা আইন শৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে।