ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

লালমনিরহাটে বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে পানি, খাবার সংকট চরমে

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৯ জুন ২০২০ সোমবার

গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটের প্রধান দুই নদী তিস্তা ও ধরলা নদীর পানি ওঠানামা করে কিছুটা কমলেও এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

এতে শতাধিক চর ও দ্বীপচরে পানিবন্দি মানুষকে দিন কাটাতে হচ্ছে খেয়ে না খেয়ে। নলকূপগুলো পানির নিচে তলিয়ে থাকায়  বিশুদ্ধ পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। ঘরবাড়ি ছেড়ে সরকারি রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নেয়া মানুষজন গবাদিপশু নিয়ে পড়েছেন বিপাকে। কোনরকম শুকনো খাবার পাউরটি, চিড়া, মুড়ি ও গুড় খেয়ে বাঁচতে হচ্ছে তাদের।

এদিকে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কুরুল এলাকায় ধরলা নদীর ডানতীরে বাঁধের একটি অংশ ভেঙ্গে নদীর পানি গ্রামে ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভেসে গেছে কয়েকটি মৎস্য খামারের মাছ। 

এআই//