ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, চলছে উদ্ধার কাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৯ জুন ২০২০ সোমবার | আপডেট: ১২:১৯ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

বুড়িগঙ্গায় চলছে উদ্ধার কাজ- সংগৃহীত

বুড়িগঙ্গায় চলছে উদ্ধার কাজ- সংগৃহীত

রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে। মর্নিং বার্ড নামের নৌযানটিতে ১০০ জন যাত্রী ছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করেছেন।

রোজিনা বলেন, ‘কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় এই লঞ্চটি ডুবে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠে আসলেও নিখোঁজের সংখ্যা নিতান্তই কম নয়। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ আভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে বলে জানা যায়। 

এমএস/