ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

বিবিএফের উদ্যোগে ষষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৪:১১ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার

‘ব্র্যান্ডিং ইন ডিজিটাল এজ’ প্রতিপাদ্যে বাংলাদেশে ব্র্যান্ড ফোরাম বিবিএফের উদ্যোগে ষষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার শেষ হয়েছে। রাজধানীর একটি হোটেলে সেমিনারে বক্তারা বলেন, শীর্ষ নির্বাহী, হেড অব মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজার, এজেন্সি হেড, অপারেশন হেড, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রযুক্তিগত উত্তরণের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলাই আয়োজনের মূল্য লক্ষ্য। যাতে তারা বাংলাদেশকে ইতিবাচক উপায়ে বদলে দিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খাপ খাইয়ে নিতে উৎসাহ বোধ করেন।