ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

সিরাজগঞ্জে উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু, আক্রান্ত ৪০৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার | আপডেট: ০৪:৪১ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মোঃ আবুল হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহরের বিড়ালা কুঠি এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক।

খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে পুলিশ পাহারায় তার লাশ গ্রামের বাড়ি সয়দাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে তাকে দাফন করা হয়। সদর থানার উপ পরিদর্শক আলী জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪০৫ জন। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এনএস/