আইএস-এর কোন তৎপরতা দেশে নেই: আছাদুজ্জামান মিয়া
প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৫:১১ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি আইএস-এর কোন তৎপরতা দেশে নেই উল্লেখ করে সাম্প্রতিক হামলাগুলোর সাথে সংগঠনটির এ দেশীয় অনুসারিরা জড়িত বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সকালে রাজধানীর ধানমন্ডিতে জঙ্গিবিরোধী এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার। সাম্প্রতিক হামলাগুলোর নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আর এসব হামলার আগাম তথ্যও পুলিশের কাছে ছিল বলেও দাবি তার।