ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বদর উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বদর উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম কবীর জানান,শরীরে ব্যথা,জ্বর ও বমি নিয়ে সোমবার সকাল ৯টায় ওই বৃদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান তিনি।
 
সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান জানান,মারা যাওয়া বদর উদ্দিনের শরীরে করোনার ভাইরাসের উপসর্গ ছিল। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

উল্লেখ্য,এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১২ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ও মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।
কেআই/