বিজিএমইএ’র কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। সকালে বিজিএমইএ আয়োজিত কর্মসংস্থান মেলার উদ্বোধন করে মন্ত্রী বলেন, দেশের রপ্তানী আয়ের ৮০ শতাংশেরও বেশি অজির্ত হচ্ছে তৈরী পোশাক শিল্প থেকে।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র কর্মসংস্থান মেলা ।
সারিবদ্ধ হয়ে জীবন বৃত্তান্ত তৈরি ও ছবি তোলায় ব্যস্ত চাকরি প্রার্থীরা। মেলা থেকে মিলছে চাকরিও।
সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
পরে বক্তৃতায় মন্ত্রী বলেন, চার লাখেরও বেশি শ্রমিক পোশাক শিল্পে কাজ করছেন। এ শিল্পের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।
ব্যবসা বান্ধব সরকার এ খাতের সব সমস্যা দুর করতে কাজ করছে বলেও জানান মন্ত্রী।
কর্মসংস্থান মেলার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে জানান বিজিএমইএ সভাপতি।
মেলায় ৪০টি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়।