ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে বিডিইউ উপাচার্যের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
 
উপাচার্য আজ (২৯ জুন,২০২০) এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য,লায়লা আরজুমান্দ বানু (৭১) আজ সকাল পৌনে আটটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যা, ছয় নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কেআই/