কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ধরণের মাদককে লাল কার্ড দেখিয়েছে
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ধরণের মাদককে লাল কার্ড দেখিয়েছে।
সকালে আনুষ্ঠানিকভাবে এ লাল কার্ড প্রদর্শনের পাশাপাশি মাদক বর্জনের শপথ নেয় তারা। কুমিল্লার শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।