ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবি

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ‘বিশেষ বিধান’ বাতিল করে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবি জানিয়েছে ইয়াং চেঞ্জ মেকারস কোয়ালিশন ইন বাংলাদেশ। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে বক্তারা ১৮ বছরের আগে বিয়ে বৈধ নয় উল্লেখ করে, বিশেষ পরিস্থতিতে সহায়তা দেয়ার জন্য সরকারকে পদক্ষেপ নেয়ার তাগাদা দেন। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, চাইল্ড পার্লামেন্টের প্যানেল ডেপুটি স্পিকার জান্নাতুল ফেরদৌস মমি, ইয়াং চেঞ্জ মেকারস কোয়ালিশন ইন বাংলাদেশের সদস্য শাহ ইমতিয়াজ হোসাইন, ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের কান্ট্রি মেম্বার ফায়েজ বেলালসহ আরো অনেকে।