ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

এই প্রথম আগুনের সঞ্চালনায় নুশিনের গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৪:৩১ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিউজিক এক্সপ্রেস’। এবার এতে গান নিয়ে আসছেন রিয়্যালিটি শো ‘সেরা কণ্ঠ’-এর টপ ফাইনালিস্ট নুশিন আদিবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নন্দিত কণ্ঠশিল্পী আগুন।

অনুষ্ঠানে চারটি গান পরিবেশন করবেন নুশিদ। গানগুলো হচ্ছে- আগুনের দিন শেষ হবে একদিন, কবিতা পড়ার প্রহর এসেছে, যে কটা দিন তুমি ছিলে পাশে এবং ধীরে ধীরে যাও না সময়।

‘মিউজিক এক্সপ্রেস’ প্রযোজনা করেছেন সিফাত তন্ময়। সম্প্রতি অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রচার হবে এটি।

এ বিষয়ে নুশিন আদিবা বলেন, “বিভিন্ন টিভি চ্যানেলের সংগীত বিষয়ক অনুষ্ঠানে এর আগেও অনেকবার গান করা হয়েছে। তবে এই অনুষ্ঠানটিতে গান করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। প্রথমবার গুণী শিল্পী আগুনের সঙ্গে অংশ নিয়েছি। তার সঞ্চালনায় গান করতে পেরে আমি ভীষণ আনন্দিত।”

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত নুশিন আদিবা। এরই মধ্যে জাতীয় পর্যায়ের বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। এই শিল্পী বর্তমানে পড়ালেখা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। পাশাপাশি স্টেজ শো এবং টেলিভিশন অনুষ্ঠান নিয়েই ব্যস্ত রয়েছেন।
এসএ/