বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির অভিযোগ প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সৃষ্ট সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সরকার সচেষ্ট। যতই ষড়যন্ত্র হোক না কেন, দেশের উন্নয়নের সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় ঘন্টার আলোচনায় জাতির পিতার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যায় তখনই শুরু হয় নানামুখী ষড়যন্ত্র। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার দেশের উন্নয়নে কাজ করছে।
নিজ নিজ এলাকার জঙ্গি-সন্ত্রাসীদের তথ্য আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।