ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকে বেছে নিলেন মোদী
প্রকাশিত : ০৯:২৪ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৯:২৪ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার
শেষ পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই শপথ নেবেন তিনি।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে একক সংখ্যাগরিষ্টতা পায় ক্ষমতাসীন বিজেপি। নির্বাচনের ফল ঘোষনার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে ছিলো ব্যাপক আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ অনেক বড় নেতাই ছিলেন মুখ্যমন্ত্রীর দাবিদার। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক নানা সমীকরণে গেরুয়া বসনধারী যোগী আদিত্যনাথকেই বেছে নেয় বিজেপি হাইকমান্ড। তার সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মার নাম ঘোষণা করা হয়েছে। যোগী আদিত্যনাথ এর আগে গোরখপুর থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আদিত্যনাথ। এরইমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে।