ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

একাত্তরের ১৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সথে বৈঠক করেন ইয়াহিয়া

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার

আজ ১৯ মার্চ। একাত্তরের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সথে বৈঠক করেন ইয়াহিয়া। তবে ২৫ মার্চ গণহত্যার নীল নকশা বাস্তবায়নে দ্বিতীয় ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালী সৈন্যদের নিরস্ত্র করার পরিকল্পনা নেয় জেনারেল ইয়াহিয়া। বৈঠক শেষে বঙ্গবন্ধু অপেক্ষমান জনতার জয়বাংলা শ্লোগানে সাথে কন্ঠ মিলিয়ে ঘোষনা দেন শহীদের রক্তের সাথে বেঈমানী নয়। ১৯ শে মার্চ ব্রিগেডিয়ার জাহানজেব পাকিস্তানি সৈন্য নিয়ে যান জয়দেবপুর। উদ্দেশ্য ২য় ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়ন। তবে টের পেয়ে উত্তাল হয়ে ওঠে জয়দেবপুর। দ্দিতীয় ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালী সৈন্য-ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের পরাস্ত হয় পাকিস্তানী সেনারা। এটিই প্রথম প্রতিরোধ যুদ্ব । ঢাকায় বঙ্গবন্ধুর সাথে বৈঠকে বসে ইয়াহিয়া প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বঙ্গবন্ধু যেকোন পরিস্থিতি মোবাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষনকে মনে লালন করে পাকিস্তানীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রস্তুতি নেয় বাঙ্গালী সেনা সদস্য সহ সবাই। একই দিন চট্টগ্রামে মাওলানা ভাসানী শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানীদের প্রতি আহবান জানান।