ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় রিভিউ আবেদন খারিজ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০২:৪৮ পিএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের একটি বেঞ্চ এই রায় দেন। এর ফলে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ফাঁসির দন্ড কার্যকরে আর কোন বাঁধা থাকলো না। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির সাজা বহালে আর কোন বাঁধা থাকলো না। সকালে সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহালের নির্দেশ দেন। এর আগে গেল বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদন্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। হান্নান ছাড়া অন্য আসামিরা হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। এছাড়া, হাইকোর্টে যাবৎজীবন পাওয়া সাজা পাওয়া মহিবুল্লাহ ও আবু জান্দাল আপিল না করায় তাদের পূর্বের সাজাই বহাল থাকছে। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে রাষ্ট্রীয় বিধি অনুযায়ী রায় কর্যকর করবে সরকার। ২০০৮ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধরিীরর উপর গ্রেনেড হামলা চালায় হরকাতুল জিহাদের জঙ্গীরা। এতে প্রাণে বেঁচে গেলেও নিহত হন পুলিশসহ ৩ জন।