ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

জুট মিল বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

আগামী ১ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত জাতীয় জুট মিল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ করেছে মিলের শ্রমিকরা।

বুধবার সকালে মিলের অভ্যন্তরে সকল কাজ বন্ধ রেখে ঘন্টাব্যাপী শ্রমিকরা আন্দোলন কর্মসূচীতে যোগ দেয়। জাতীয় শ্রমিক লীগ জাতীয় জুট মিল শাখার সভাপতি আওরঙ্গ আজিজ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। 

সমাবেশে বক্তারা বলেন,বিগত বিএনপি জোট সরকারের সময়ে এই মিলটি বন্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় মিলটি উদ্ধোধন করেন। উদ্ধোধনের তিন বছরে মিলটি ২৩ কোটি টাকা লাভ করে। কিন্তু বিজেএমসির কর্মকর্তারা এই লাভের ২০ কোটি টাকা অন্য জুট মিলে নিয়ে যায়। পরবর্তীতে ২০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে এই মিলে কার্যক্রম চালানো হয়। এই ২০ কোটির মধ্যে ১০ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি ১০ কোটি টাকার ঋণের জন্য মাসে ৩০ লাখ টাকা সুদ পরিশোধ করতে হচ্ছে। তার পরেও মিলটি এখনো লাভজনক অবস্থায় রয়েছে। 

তারা আরও বলেন, বিজেএমসি ও মিলের কতিপয় কর্মকর্তা মিলটি ধ্বংসের জন্য নানা প্রক্রিয়া অব্যহত রেখেছে। মিলটি তাই বন্ধ না করে সৎ ও দক্ষ কর্মকর্তা দিয়ে বর্তমানে যেভাবে মিলটি চলছে সেভাবে চালানোর দাবি জানান। এ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করা হবে বলে নেতৃবৃন্দ জানান। কর্মসূচীতে মিলের প্রায় দেড় হাজার শ্রমিক অংশগ্রহণ করে।
কেআই/