ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

চিকিৎসার জন্য অর্থমন্ত্রীর লন্ডন গমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ১০:৩৯ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে গমন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।

অর্থ মন্ত্রীর পিএস ড. মো. ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসার ফলোআপে আজ বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। স্যারের মেয়েরা লন্ডন থাকেন। কিন্তু দেশে এসে করোনার কারণে আটকে যান। তাই আজকে তারাও আলাদাভাবে লন্ডন গেছেন।’

জানা যায়, বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বাজেট অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। এখন বাজেট শেষ হওয়ায় তিনি লন্ডনে গেছেন। 

লন্ডনে গিয়ে মন্ত্রী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এরপরও নির্ধারিত হাসপাতালে গিয়ে তিনি চোখের চিকিৎসা করাবেন। 

এমএস/এসি