ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

আজ থাইল্যান্ডে নেয়া হতে পারে সাহারা খাতুনকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। আজ বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হতে পারে। তবে আজ সম্ভব না হলে শুক্রবার নেয়া হবে।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পাওয়া গেলে আমরা নিয়ে যাব। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে। 

উল্লেখ্য, গেলো কয়েক দিন আগে বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বর্ষিয়ান এই রাজনীতিককে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এসএ/