ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

নাটোরে চিকিৎসকসহ ১২ জন করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:০২ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

নাটোরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবুর রহমানসহ  ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. মাহবুবকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে ডাক্তার মাহবুব সহ তার পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।  

জেলার সিভির সার্জন ডা. মিজানুর রহমান জানান,রামেক ল্যাব থেকে বুধবার রাতে ডাক্তার মাহবুবসহ ১২ জন করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। 

এরপর রাতেই ডাক্তার মাহবুবকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। ডাক্তার মাহবুবসহ নতুন করে ১২ জন করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৬ জন। এরই মধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি।
কেআই/