ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

পাকিস্তানী পাইলটদের বরখাস্ত করল মালয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

ছবি- মালয় মেইল

ছবি- মালয় মেইল

পাকিস্তানি লাইসেন্সধারী যেসব পাইলটকে অভ্যন্তরীণ রুটে নিয়োগ দেয়া হয়েছিল তাদের অস্থায়ীভাবে বরখাস্ত করেছে মালয়েশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। এর আগে এসব পাইলটদের অনেকের যোগ্যতা নিয়ে সন্দেহ করার মতো তথ্য দক্ষিণ এশীয় দেশটির সরকারের হাতে পৌঁছায়। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএএম) বলছে, মালয়েশিয়ার সব বিদেশি পাইলটদের যোগ্যতা মূল্যায়নের পরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর মালয় মেইল’র। 

মালয়েশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বলছে, মালয়েশিয়ার ২০ জনের কমসংখ্যক পাকিস্তানি পাইলট আছে। যোগ্যতা নিয়ে করা জালিয়াতি ধরা পড়ায় এক-তৃতীয়াংশ পাইলটকে বিমান নিয়ে আকাশে উড়তে নিষেধ করে দিয়েছে পাকিস্তান। দেশটিতে ৮৬০ পাইলট আছেন, যাদের মধ্যে ১০৭ জন বিদেশি এয়ারলাইনসে কাজ করেন।

মালয়েশিয়ার সিদ্ধান্তের পর পাকিস্তান বিমান চালকদের নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ পাকিস্তানি পাইলটদের বিমান চালাতে বারণ করে দিয়েছে। তাদের যোগ্যতার সত্যাসত্য নির্ধারণেরও উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে গেল সপ্তাহে পাকিস্তানের জাতীয় বিমানকে নিষিদ্ধ করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি’র (ইএএসএ) দেওয়া এক চিঠিতে পাকিস্তানি বিমান চালকদের লাইসেন্সের কার্যকারিতা সম্পর্কে উদ্বেগের কথা জানায় এবং বলে যে পাকিস্তান নিজেই এখন এ ব্যাপারে আন্তর্জাতিক মান অনুযায়ী তাদের বিমান চলাচলের ব্যাপারে কোন রকম নিশ্চয়তা দিতে পারছে না। 

এদিকে মিশর ও আবুধাবিতেও পাকিস্তানের পাইলটদের লাইসেন্স পরীক্ষা করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে মালয়েশিয়ার দৈনিক মালয় মেইল।

এমএস/এসি