ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

শার্শায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার

যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ‘পাখি ভ্যানের’ ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হোসাইন (৬) ফুলসারা গ্রামের মংলা মিয়ার ছেলে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ফুলসারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই জামিরুল ইসলাম বলেন, ‘উপজেলার শালকোনা বাজার থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান ফুলসারা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। ওই সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এআই//এমবি