বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশকে ভালবাসার আহ্বান: ড. শিরীন শারমিন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার
বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশকে ভালবাসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন।
সকালে জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্যায়ের কাছে মাথা নিচু না করে, বাংলাদেশকে বিশ্ব সভায় তুলে ধরতে এখন থেকেই শিশু কিশোরদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। পরে এ উপলক্ষে আয়োজিত দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন স্পীকার।