ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

রাশিয়ায় পরিবর্তিত সংবিধান আজ থেকে কার্যকর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০২:৪০ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

রাশিয়ার সংবিধান পরিবর্তনের বিষয়ে আয়োজিত ভোটে দেশটির এক নাগরিক ভোটাধিকার প্রয়োগ করছেন- দ্যা সান

রাশিয়ার সংবিধান পরিবর্তনের বিষয়ে আয়োজিত ভোটে দেশটির এক নাগরিক ভোটাধিকার প্রয়োগ করছেন- দ্যা সান

২০৩৬ সাল পর্যন্ত ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য রাশিয়ার সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে তা আজ ৪ জুলাই থেকে কার্যকর হবে। এমনটি জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্যা মস্কো টাইমস, দ্যা সান ও পার্স টুডে’র। 

গতকাল শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিবর্তন শনিবার থেকে আইনে পরিণত হবে। সপ্তাহব্যাপী রাশিয়ায় গণভোট অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিনকে ২০৩৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়েছে। গণভোটে পুতিনের পক্ষে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে।

রাশিয়ায় যে সাংবিধানিক পরিবর্তন করা হয়েছে তাতে প্রেসিডেন্ট পুতিন আরও দুই মেয়াদে মোট ১২ বছর ক্ষমতায় থাকতে পারবেন। তবে এ জন্য তাকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হবে। বর্তমান ক্ষমতার মেয়াদে পুতিন ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগের নিয়ম অনুযায়ী ২০২৪ সালের পর প্রেসিডেন্ট পুতিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনগত বৈধতা ছিল না। কিন্তু সাংবিধানিক পরিবর্তন আনার ফলে ৬৭ বছর বয়সী পুতিন আরও দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

এমএস/