মাদকের সংস্পর্ষে না যাওয়ার শপথ নিয়েছে বান্দরবানে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪৩ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার
মাদকের সংস্পর্ষে না যাওয়ার শপথ নিয়েছে বান্দরবানে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা।
কুমিল্লার শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠনে তারা এই শপথ নেয়। শিক্ষা প্রতিষ্ঠানটির চার শতাধিক শিক্ষার্থী মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক সহ অনেকে।