ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

কুমিল্লায় আরও ৮৬ জন করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৬৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ২০ জন, নাঙ্গলকোটে ১ জন, দেবীদ্বারে ৭ জন, চৌদ্দগ্রামে ১৯ জন, সদর দক্ষিনে ৫ জন, মনোহরগঞ্জে ২ জন, তিতাসে ৪ জন, মেঘনায় ৩ জন, দাউদকান্দিতে ২ জন, হোমনায় ৮ জন, চান্দিনায় ২ জন, মুরাদনগরে ৫ জন ও বরুড়ায় ৮ জন। নতুন ৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ১০৩ জন। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮৬৪ জন আর মৃত্যুবরণ করেছেন ১০৬ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৩৮৬৪ জনের মধ্যে নতুন ৩৩ জনসহ ১৬৪৬ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৩০ জন, দেবীদ্বারে ৩৪১ জন, মুরাদনগরে ২৬০ জন, চান্দিনায় ২০৭ জন, লাকসামে ২২৭ জন, চৌদ্দগ্রামে ২৩৭ জন, বুড়িচংয়ে ১৭৬ জন, নাঙ্গলকোটে ২১৪ জন, আদর্শ সদরে ১৪৫ জন, দাউদকান্দিতে ১৫০ জন, সদর দক্ষিনে ১২৪ জন, তিতাসে ১০৪ জন, ব্রাহ্মনপাড়ায় ৫৮ জন, বরুড়ায় ১২৯ জন, মনোহরগঞ্জে  ১০৪ জন, হোমনায় ১৪৯ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৬০ জনসহ জেলায় মোট আক্রান্ত ৩৮৬৪ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ১০৬ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ  ১৯৮২৬ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৯১৯০ জনের।
কেআই/