সরকারকে বিব্রত করতেই পেছন থেকে জঙ্গিদের কলকাঠি নাড়ছে বিএনপি-জামায়াত: হানিফ
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার
সরকারকে বিব্রত করতেই পেছন থেকে জঙ্গিদের কলকাঠি নাড়ছে বিএনপি-জামায়াত এমন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
দুপুরে সিলিটে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলন স্থল আলীয়া মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন। এসময় তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াত জঙ্গিদের মদদ দিয়েছিল। আওয়ামী লীগের সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করেছে বলে জানান হানিফ।