ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২২ ১৪৩১

দখলদারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

মানুষ করে জমি দখল
    বানায় ঘর বাড়ী
যা দিয়ে তা পূর্ণ করে
    সবই মাটির হাড়ি ।

বৃক্ষরাজি দখল করে
    সূর্য আকাশ আলো
দখল দারির কায়দা জানে
    তরু রাজি ভালো ।

মল্ল যুদ্ধ হয়না ওদের
    আকাশ দখল নিয়ে
ওরা কেবল বিজয় করে
    আপন ছায়া দিয়ে ।

দখল দারির কৌশলে
    বৃক্ষরাজি সেরা
আকাশ সূর্য আড়াল করে
    লাগায় তাতে বেড়া ।

দখল কোরে রাস্তা ঘাট
    হাট মাঠ বাজার
তৈরী করে ইমারত
    গৌরবের পাহাড় ।

ধাক্কা মেরে দুর্বলেরে
    দেখায় পরাক্রম
বিত্তশালি কেন যে হয়
    দুর্বলের যম।

দখলদারি করে যে জন
    তার বুকের ভিতর
কোনদিনও থাকে না ভাই
    অনন্ত ঈশ্বর ।

যে ঘর বানাও লুটের টাকায়
    অপরাধের ফসল
অবৈধ সব সীমানাই
    অসত্য ও নকল ।

দখল কোরে পরের জমি
    করো যে মতলামি
বিধাতারে সেই ঘরে
    ডাকা যে বোকামি ।

মন্দির মসজিদ গীর্জা যে সব
    অবৈধ সম্পদে
সেথায় গেলে বিধাতারও
    বাড়ী ভাংগে নদে !

অবৈধতা বৈধ কোরে
    স্বর্গে যাবার সিঁড়ি
এসব করলে বিধাতারও
    থাকেনা বিধাতা গিরি ।

কোন্ বিধাতা কোন্ কেতাবে
    তোমার কাছে চায়
নাজায়েজ কর্ম কান্ড
    তার সুখের আশায় ।

কে দেখেছে বিধাতারে
    অবৈধ কোন ঘরে
দখল কোরে বানাও ঘর
    কোন দেবতার তরে ?

ধার্মিক ও ঈমানদার
    সাধু আছো যত
দখল করা সম্পদ
   ছাড়ো সাধুর মত ।

পাপের ঘরে পাপ থাকে
    থাকেনা বিধাতা
এটাই সত্য সেইখানেতে
    পাপের ফাঁদ পাতা ।

দখল কোরে বিধির ঘর
    স্বত্ব নিলে যারা
ছেড়ে দিয়ে প্রমান করো
    সত্য যায়নি মারা ।

দখলদারি গাদ্দারী
    করো মারামারি
ভন্ডামীতো ভাল নয়
    ছাড়ো তারাতারি ।।