ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

পাটখাতকে লাভজনক করতে যন্ত্র এবং শ্রমিক উভয়ের উৎপাদন ক্ষমতা বাড়ানো প্রয়োজন

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:২৯ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার

চাহিদার ভিত্তিতে পাটকলের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে অবকাঠামো অনুযায়ী জনবল ব্যবহার করা হলে ভর্তুকি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর মজুরী নিয়ন্ত্রণ, কাঁচাপাট ক্রয়ে সর্বোচ্চ সুবিধা নেয়া এবং পাটকল ব্যবস্থাপনায় দূর্নীতির সংশ্লেষ কমালে এ খাত লাভজনক হবে বলেও দাবি বিশেষজ্ঞদের। এদিকে পাট কল ব্যবস্থাপনায় অনিয়ম দূর করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সমীক্ষায় বলা হয়েছে, ভারতে প্রতি মেট্রিক টন কাঁচাপাট উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে যা খরচ তার ৩ থেকে ৪ গুন বেশি বাংলাদেশে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, উচ্চমূল্যে কাঁচাপাট ক্রয় ও মিল ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়টি। পাটখাতকে লাভজনক করতে হলে যন্ত্র এবং শ্রমিক উভয়েরই উৎপাদন ক্ষমতা বাড়ানো প্রয়োজন- মনে করেন সিপিডির এ গবেষক। এ খাতে ভর্তুকির নেপথ্যে দূর্নীতি বা অসঙ্গতির ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বন্ধ হয়ে যাওয়া ১৮০ টি পাটকলের মধ্যে ২৬ টি চালু করেছে বর্তমান সরকার। সংশ্লিষ্টদের দাবি, নানা সীমাবদ্ধতার মধ্যেও আগামি অর্থবছরে প্রায় ২শ কোটি টাকা ভর্তুকি কমিয়ে আনা সম্ভব। অর্ধশত বছরের বেশি পুরোনো যন্ত্রপাতি পরিবর্তন করে আধুনিকায়নের কথাও ভাবছেন সংশিষ্টরা।