ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

বারোমাসি আম কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ বিভাগ

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০১ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার

বারি-১১ জাতের বারোমাসি আম কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন পাহাড়তলী কৃষি গবেষনা কেন্দ্র। মাঠ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম হারুনুর রশীদ জানান, নতুন জাতের এ আমের চারা থেকে সারাবছরই আম উৎপাদন করা সম্ভব। এ আমের খাদ্য ও পুষ্টিগুণও বেশ ভালো। অনুষ্ঠানে বিএআরআই’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ ও কৃষি সম্প্রসারণ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।