ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

কুমিল্লায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ০৭:০৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ১১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪০২৫ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ১১ জন, লাকসামে ৯ জন, মনোহরগঞ্জে ১৩ জন, দাউদকান্দিতে ৬ জন, বুড়িচংয়ে ২ জন, লালমাইয়ে ৫ জন, আদর্শ সদরে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন,চান্দিনায় ৩ জন, হোমনায় ১৩ জন, দেবীদ্বারে ৭ জন, তিতাসে ৬ জন, চৌদ্দগ্রামে ১৮ জন, বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিনে ৮ জন। নতুন ২ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ১০৮ জন।     

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪০২৫ জন আর মৃত্যুবরণ করেছেন ১০৮ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৪০২৫ জনের মধ্যে নতুন ৭২ জনসহ ১৮৩৪ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৬৪ জন, দেবীদ্বারে ৩৪৮ জন, মুরাদনগরে ২৬০ জন, চান্দিনায় ২১০ জন, লাকসামে ২৪৩ জন, চৌদ্দগ্রামে ২৫৫ জন, বুড়িচংয়ে ১৮৬ জন, নাঙ্গলকোটে ২১৯ জন, আদর্শ সদরে ১৪৯ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, সদর দক্ষিনে ১৩২ জন, তিতাসে ১১০ জন, ব্রাহ্মনপাড়ায় ৫৯ জন, বরুড়ায় ১৩৯ জন, মনোহরগঞ্জে  ১১৭ জন, হোমনায় ১৬২ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৬৬ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪০২৫ জন।  এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ১০৮ জন।কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ  ২০৩৫৫ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৯৭৮০ জনের। 
কেআই/