ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

ঢাকার কেরানীগঞ্জে নির্যাতিত গৃহকর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:১০ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার

ঢাকার কেরানীগঞ্জে নির্যাতিত গৃহকর্মী ফাতেমা চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্বজনদের অভিযোগ, ৯ মাস আগে কেরানীগঞ্জের ঝুট ব্যবসায়ী দেলোয়ারের বাসায় কাজ নেন মংলার ফাতেমা। এরপর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাকে মারধর করতো দেলোয়ারের স্ত্রী সালমা। সবশেষ গত ১৬ মার্চ কাপড় ধোয়া নিয়ে ফাতেমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে গুরুতর দগ্ধ ফাতেমাকে খুলনায় হাসপাতালে রেখে পালিয়ে যায় সালমা-দেলোয়ার দম্পতি। ৫ দিন পর আজ মারা যান ফাতেমা।