ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ছাত্র ইউনিয়নের ৪ দিনব্যাপী জাতীয় সম্মেলন ২ এপ্রিল থেকে

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:১৪ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার

ছাত্র ইউনিয়নের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে। মঙ্গলবার সকালে মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৮ তম সম্মেলনের উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সারাদেশ থেকে ৬০০ কাউন্সিলর উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা ব্যাবস্থার নানা উন্নয়নসহ ১০ দফা দাবির ভিত্তিতে করা এ সম্মেলনে ভারত, শ্রীলংকা, জার্মানি, সিরিয়াসহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের নেতারা এ সম্মেলনে অংশ নিবেন। আগামী দিনে দেশের রাজনৈতিক কৌশল এবং লাড়াই সংগ্রাম যেন আরও বেগবান করা যায় সেলক্ষ্যে কাজ করার প্রত্যয় জানিয়েছে ছাত্র ইউনিয়ন।