বিএনপি জঙ্গিবাদে উস্কানী দিচ্ছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:১৩ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার
বিএনপি জঙ্গিবাদে উস্কানী দিচ্ছে বলে মন্তব্য করেছেন চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চৌদ্দ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। নাসিম বলেন, জঙ্গিদের নিয়ে বিএনপির বক্তব্যে পরিস্কার হয় তারা জঙ্গিবাদে উস্কানী দিচ্ছে এবং জঙ্গিদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। বৈঠকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চৌদ্দ দল।