ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার নিধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:০৬ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার নিধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ছাত্র ভর্তি বন্ধসহ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে আবারো জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, একদল স্বাধীনতাবিরোধী ইসলামের ভুল ব্যাখা দিয়ে তরুন প্রজন্মকে জঙ্গিবাদের দিকে নিয়ে ধ্বংস করে দিচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা যেন ইসলামের ভুল ব্যাখ্যাকারী জঙ্গিদের কবলে না পড়ে, সেদিকে সবার দৃষ্টি রাখারও আহবান জানান শিক্ষামন্ত্রী।