ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হয়েছেন হানিফ ভূইয়া ও এসএআর শরীফ আতাউর রহমান
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:০৬ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হয়েছেন র্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূইয়া ও এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।
মতিঝিলের ডিএসই ভবনে ভোটগ্রহণ শেষে, এ দু’জন শেয়ারধারী-পরিচালক পদে বিজয়ী হন। নির্বাচনে এ দুটি পদের জন্য মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে হানিফ ভূঁইয়া ও দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে শরীফ আতাউর রহমান বিজয়ী হন। আর অপর দুই প্রতিযোগির মধ্যে খাজা আসিফ আহমেদ ৮৮ ভোট ও মিজানুর রহমান খান ৭৭ ভোট পেয়েছেন।