দুমকি উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে দুমকি প্রশাসনিক উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল দশটায় কেক কেটে উপজেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন দুমকি উপজেলা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. হারুন-অর-রশীদ হাওলাদার।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে পবিপ্রবি'র জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য, ২০০০ সালের ৮ জুলাই দুমকি উপজেলা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।