খালেদা জিয়ার সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয় বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকের ধারাবাহিকতায় কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে এ বৈঠক। নির্বাচন-পূর্ববর্তী সহায়ক সরকার, আগামী নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। এ’সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরো অনেকে।