ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরকে পুন:নিয়োগের আভাস অর্থমন্ত্রীর

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ০৮:২৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

fmবাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরকে পুন:নিয়োগের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে, ভুটানের স্পিকারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ঈঙ্গিত দেন তিনি। নতুন নিয়োগে সার্চ কমিটি গঠন ও পুরো প্রক্রিয়া শেষ করতে তিন মাস সময় লাগে বলেও জানান অর্থমন্ত্রী। চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে যাচ্ছে- এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, গভর্নর ও ডেপুটি গভর্নরের নিয়োগ চুক্তিভিত্তিক হওয়াই ভালো। এ’ বছরের জানুয়ারি মাসে মেয়াদ শেষ হওয়া তিন ডেপুটি গভর্নর হলেন, এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা এবং আবু হেনা রাজী হাসান। বর্তমানে, শুধু একজন ডেপুটি গভর্নর আবুল কাসেম দায়িত্বে আছেন।