ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

জাতীয় সংসদের গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচন আজ

প্রকাশিত : ১০:২৭ এএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ১০:২৭ এএম, ২২ মার্চ ২০১৭ বুধবার

জাতীয় সংসদের গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরইমধ্যে বিপুল সংখ্যক ভোটার কেন্দ্রে হাজির হয়েছেন। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মোস্তফা এবং জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার আটশ’ সাত জন। মোট ভোটকেন্দ্র একশ’ নয়টি। এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ, র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। গত ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে আসনটি ফাঁকা হয়।