ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

প্লাজমা দিচ্ছে পুলিশের ২৭ সদস্য 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

‘করোনা জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন।’এ স্লোগানকে সামনে রেখে করোনা জয়ী কুমিল্লা জেলা পুলিশের ২৭ সদস্য প্লাজমা দিচ্ছেন।এ জন্য তাদের ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে নেয়া হচ্ছে। 

আজ বৃহস্পতিবার সকালে এ সকল পুলিশ সদস্য প্লাজমা দিতে কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

এ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান ও তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা দুর্যোগে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ১৮৬ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত মুমুর্ষদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়। 

এআই/এমবি