রংপুরে ৩য় শ্রেনীর স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, মামলা করায় হুমকি
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ১০:৩৩ এএম, ২২ মার্চ ২০১৭ বুধবার
রংপুরের কাউনিয়ায় তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের পর মামলা করায় হুমকি দেয়া হচ্ছে ভুক্তিভোগীর পরিবারকে। ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হলেও শঙ্কা কাটছেনা।শিশুটির পরিবারকে নিরাপত্তা দিয়ে দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেছে এলাকাবাসীর।
গেলো বৃহস্পতিবার সকালে মেয়েকে বাসায় রেখে কাজে বের হন ভ্যান চালক আব্দার হোসেন। বাসায় এসে শিশুটির উপর যৌন নিপীড়ণ চালায় এক স্কুল শিক্ষক। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় সে।
এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে সোমবার রাতে আটক করা হয় ঐ স্কুল শিক্ষককে। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে শিশুটির বাবা। আটকের পর থেকেই আপোষরফার জন্য শিশুটির পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।
অভিযোগ আছে, এর আগেও আরো বেশ কয়েকটি ঘটনায় টাকা দিয়ে পার পেয়ে গেছে ঐ স্কুল শিক্ষক। দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে এলাকাবাসী।
মামলার তদন্ত শেষ করে বিচারকি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।